Published on August 2025

ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে প্রোডাক্ট লিংক দেওয়া শুধু প্রচার নয়, এটি আসলে এক ধরণের অ্যাফিলিয়েট মার্কেটিং।

যারা ইউটিউবে সময় কাটান, তাদের স্ক্রিনে এমন অনেক ভিডিও আসা উচিত যেখানে একজন ব্যক্তি তার পুরো ইউটিউব স্টুডিও ঘুরে দেখিয়েছে। এরপর সবশেষে বলছে, “ভিডিও-টির ডিসক্রিপশনে গেলে আপনি আমার রুমের সবগুলো পণ্যের লিংক পেয়ে যাবেন।” এটি এক ধরণের অ্যাফিলিয়েট মার্কেটিং।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

শপিফাই ডটকমের মতে, অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন এক ধরণের মার্কেটিং স্ট্রাটেজি, যেখানে একজন অ্যাফিলিয়েট বা মার্কেটার অন্য একজন এডভার্টাইজারের পণ্য বিক্রি করে এবং এর বিনিময়ে কিছু কমিশন পায়।

ধরুন, আপনার একটি ওয়েবসাইট আছে, যেখানে আপনি নিয়মিত আপনার জানা বিষয় নিয়ে লেখালেখি বা ব্লগিং করেন। প্রতিদিন অনেক মানুষ সেই ওয়েবসাইটে ভিজিট করে। আপনি প্রতিটি ব্লগের নিচে সেই বিষয়ের সাথে সম্পর্কিত কিছু পণ্যের লিংক শেয়ার করলেন। 

এরপর যখন সেই লিংক থেকে পণ্যটি কেউ কিনবে, তার একটি কমিশন আপনি পাবেন। মোটাদাগে এটিই অ্যাফিলিয়েট মার্কেটিং।

শপিফাই ডটকমের এক জরিপ অনুযায়ী, এভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনেকে মাসে এক লাখেরও বেশি টাকা আয় করছেন। 

তবে অ্যাফিলিয়েট মার্কেটিং এখন শুধু ওয়েবসাইটে সীমাবদ্ধ নয়। ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এখন প্রচুর মানুষ অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন। 

 

অ্যাফিলিয়েট মার্কেটিং-এর ধাপ 

অ্যাফিলিয়েট মার্কেটিং-র পুরো মডেলটি আরো ভালোভাবে বুঝার জন্য এই পাঁচটি ধাপ মাথায় রাখলেই চলবে – 

১। প্রথমে একটি অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে ওয়েবসাইট বা ইউটিউবে কোনো পণ্যের অ্যাফিলিয়েট লিংক প্রচার করলেন। 

২। তারপর, কেউ সেই লিংক-এ ক্লিক করলো। 

৩। সেই ব্যক্তি পণ্যটি কিনে ফেললো। 

৪। কেনাকাটার সকল হিসাব সঠিকভাবে রাখা হলো। 

৫। সবশেষে অ্যাফিলিয়েট-এর চুক্তি অনুযায়ী, সেই পণ্যের একটি অংশ আপনার একাউন্টে চলে আসলো। 

অ্যাফিলিয়েট মার্কেটিং-এ প্রবেশের আগে আপনি যে প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছেন, তার সাথে চুক্তি-তে আসতে হয়। সেই চুক্তির পার্সেন্টেজ অনুযায়ী আপনি টাকা পাবেন। কিছু পণ্যের পার্সেন্টেজ বেশি থাকে, কিন্তু বিক্রি কম হয়। আবার কিছু পণ্যের পার্সেন্টেজ কম, কিন্তু বিক্রি অনেক বেশি হয়। তাই যেকোনো অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দেওয়ার আগে সঠিকভাবে প্রোডাক্ট রিসার্চ করা জরুরি।  

 

অ্যাফিলিয়েট মার্কেটিং করার ৩টি সুবিধা

বিশ্বব্যাপী অ্যাফিলিয়েট মার্কেটিং উঠেছে জনপ্রিয় একটি সাইড হ্যাসল বা প্যাসিভ ইনকামের মডেল। অর্থাৎ এটি একবার দাঁড় হয়ে গেলে তেমন কোনো এফোর্ট-এর প্রয়োজন পরে না—আপনা আপনি এটি সোনার ডিম পারা হাসের মত একাউন্টে টাকা নিয়ে আসে।  

১। শুরু করা খুবই সহজ 

সাধারণ একটি ব্যবসা দাঁড় করানো কঠিন। এর জন্য প্রচুর জানতে হয়, পণ্য স্টোর করতে হয়, ইনভেস্ট করতে হয়, দোকান ভাড়া নিতে হয় ইত্যাদি। অ্যাফিলিয়েট মার্কেটিং-এ এসবের কোনো ঝামেলা নেই। একদম শূন্য ইনভেস্টমেন্ট দিয়ে ঘরে বসে আয় করা যায়। 

২। রিস্ক নেই বললেই চলে 

অ্যাফিলিয়েট মার্কেটিং-এ কোনো রিস্ক নেই। অ্যাফিলিয়েট মার্কেটিং-এ যোগ দেয়ার সময় কোনো ইনভেস্ট-এর প্রয়োজন হয় না। কেবল কিছু ভিজিটর প্রয়োজন হয় যারা আপনার হয়ে পণ্যটি কিনবে। যদি কোনো আপনি সফল নাও হন, তবুও ক্ষতি নেই। আপনি কোনো ইনভেস্টই করেননি। 

৩। সহজে স্কেল বা বড় করা যায় 

কিছু ব্যবসার মডেল আছে যেগুলো স্কেল করা কঠিন। অ্যাফিলিয়েট মার্কেটিং এক্ষেত্রে ব্যতিক্রম। এটি শুরু করা যেমন সহজ, আবার বড় করাও সহজ। আপনি চাইলে কিছুটা এফোর্ট দিয়ে লিড কালেকশন করে আপনার ওয়েবসাইট-এর ভিজিটরদের সহজেই ই-মেইল বা ফেসবুকে নিয়ে এসে ব্যবসাকে সম্প্রসারণ করতে পারবেন। এতেও আয়ও বাড়বে।   

এসব কিছুর জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং এখন হয়ে উঠেছে জনপ্রিয় বিজনেস মডেল। যাদের অলরেডি একটি বিজনেস আছে তারাও অনেকে অ্যাফিলিয়েট শুরু করতে পারেন কারণ, এটি করতে তেমন কোনো শ্রম দিতে হয় না। ধীরে ধীরে কাজ করে গেলেও হয়। 

 

তাই, Ecommerized IT Institute থেকে আমরা নিয়ে এসেছি অ্যাফিলিয়েট মার্কেটিং শেখার এডভান্সড কোর্স। কোর্স-টি থেকে কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং দ্রুত গ্রো করা যায়, কীভাবে একটি ওয়েবসাইট খুলতে হয়, কীভাবে একটি অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দিতে হয়, পণ্য সিলেকশন থেকে মার্কেটিং পর্যন্ত সবকিছু থাকছে এই কোর্সে। এক কথায়, এই কোর্স-টি করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং-এর এ টু যেড শিখতে পারবেন। 

 

কোর্স-টিতে এনরোল করার জন্য এখনই এই নাম্বারে যোগাযোগ করুন – 01332105320 করুন। 

সাজিদ আল মাহমুদ 

লেখক পরিচিত: আসসালামু আলাইকুম। আমি সাজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স শেষ করেছি। প্রায় চার বছর হলো লেখালেখির সাহতে জড়িত আছি। দৈনিক প্রথম আলোফাইনানশিয়াল এক্সপ্রেস বিডি-সহ বেশ কিছু পত্রিকায় লেখালেখির অভিজ্ঞতা আছে। যেকোনো জিজ্ঞাসায় আমাকে মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়। ধন্যবাদ।